‘প্রিয় কোনো জিনিস বা পশু’কেই কোরবানি দেওয়ার নিয়ম।
আজ হাট থেকে কিনে এনে কাল কোরবানির দিলেই সেটা কি প্রিয় হয়ে যায়?
কোরবানি দেওয়ার এক নম্বর শর্ত বা ধর্মীয় বিধান হওয়া উচিত ছিলো একটা পশু জন্মের পর বা কেনার পর কোরবানি-দাতাকে অন্তত এক বছর লালন-পালন করতে হবে। লালন-পালন করে, নিজে যত্নআত্তি করে কোরবানিযোগ্য করে তুলতে হবে।
নিজে লালন-পালন করলে ওই পশুটা বা গোরুটা বা ছাগলটা কোরবানি-দাতার বা মালিকের প্রিয় ওঠে বা উঠবে। তারপর সেটাকে কোরবানি দিতে হবে।
আজ সন্ধ্যায় কিনলাম। কাল সকালে জবাই করলাম। দুপুরে খাইলাম। রাতে ত্যাগ করলাম। এই তো? আমাদের ত্যাগ তো এটাই, না? দুই দিনের কারবার।
ব্রয়লার মুরগি প্রায়ই কিনি। রান্দি আর গপাগপ খাই। মায়া লাগে না।
নিজেদের পালা একটা মুরগি জবাই করতে কষ্ট লাগে। বুকের ভেতর একটু হলেও মোচড় দিয়া ওঠে। এটা হলো মায়া।
এই মায়াটা থাকতে হয় কোরবানির পশুর ক্ষেত্রে। না হলে হবে না।