সেঁজুতিদের বাড়িটা ছিলো পূর্বমুখী
আসা যাওয়ার পথে প্রতিদিন দেখি
দরজার পাশে কালোমুখে বসে থাকে
কখনো বুঝিনি সেঁজু আমাকেই দ্যাখে!
আসা যাওয়ার পথে প্রতিদিন দেখি
দরজার পাশে কালোমুখে বসে থাকে
কখনো বুঝিনি সেঁজু আমাকেই দ্যাখে!
সন্ধ্যা হলে দুয়ারেই থাকতো দাঁড়িয়ে,
কথা বলতে চাইতো হাতটা বাড়িয়ে!
কখনো বলা হয়নি সেঁজু মেয়েটিকে—
তোমার চোখ কী খোঁজে আমি বুঝি সখি,
তোমার মন-আকাশ কেনো আজ ফিকে?
আমিও তোমায় খুঁজি, তা কি বোঝো সখি?
—আল মামুন, দৈনিক জনকণ্ঠ, ৫ মে ২০০৬