বাদ দিয়ে আশাবাদ,
এসো করি চাষাবাদ!
এসো করি চাষাবাদ!
*
ধুকপুক করে হার্টটা,
বুকে রাখো হাতটা!
*
নির্বাচনের আগে পরে
কার কত ভাগে পড়ে!
*
প্রেমের হাওয়া বইলো,
টের পাইলে বইলো!
*
ভালো ছিল দিনগুলো বেশতো,
বনলতা আমার সাথে মেশতো!
*
দেখা হলে দেখে নেবো,
খাবার আগে চেখে নেবো!
*
কত কত, আর কত?
দিনে দিনে বাড়ছে ক্ষত!
*
নাচছো তুমি ভ্যালেন্টাইনে,
পড়ছে বোমা প্যালেস্টাইনে!
*
তোমায় দেখলে উঠি আঁতকে,
সামলাও তোমার হাতকে!
*
এটা কোন ধরনের ত্যাগ,
যা ইচ্ছে তাই করো ট্যাগ!
*
বাসা আমার বাসাবো,
তোমায় প্রেমে ফাঁসাবো!
*
তুমি মদ খাও শখে,
আমি খাই, কারণ, গেছি বখে!
*
যত মনে পড়ে,
তত মন পোড়ে!
—এই ছাড়াটা তোর জন্য, আল মামুন, জয়তী প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৬