হবে না কি সমাধান?
বেশ হয়েছে বেশ করেছেন
ঘটান এবার অবসান!
সংলাপেতে বসুন দু’জন
খালেদা আর হাসিনা,
আমরা পাবলিক একটুখানি
মন খুলে আজ হাসি না!
দেশটা মোদের ভালো থাকুক
বলুন, সেটা কাম্য নয়?
দিন না ছেড়ে হিংসা-বিদ্বেষ
নইলে কি আর সাম্য হয়!
স্বাধীন দেশের মানুষ আমরা
খেয়ে-পরে আছি বেশ,
রাজনীতির এই দ্ব›দ্ব-সংঘাত
ভাল্লাগে না হোক না শেষ!
দেশ বাঁচাতে, দেশের স্বার্থে
হাত মেলানো প্রয়োজন,
দেরি কেনো? করুন না সেই
মেলামেশার আয়োজন!
বলুন না বোন, দু’জনাতে
কীসের এতো অভিমান?
বসুন না বোন, একই সাথে
হোক সমস্যার সমাধান!
(রাজনৈতিক ‘অস্থিরতা’ চলছিল অনেক দিন ধরেই। বিশেষ করে ২০১৪ এর ৫ জানুয়ারির আগে, নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। তখন শীর্ষ দুই দলকে ‘সংলাপে বসাতে’ সব মহলের পক্ষ থেকেই দাবি উঠেছিল। শেষ পর্যন্ত ‘মধ্যস্থতা’করতে এসেছিলেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি দুই দলের প্রধানসহ শীর্ষ নের্তৃবৃন্দের সাথে দফায় দফায় বৈঠক করেন। সেই সময়ে লেখা।)
—এই ছাড়াটা তোর জন্য, আল মামুন, জয়তী প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৬