ছেলে-বুড়ো-অন্ধ,
এই সময়টা চেনা কঠিন
কে ভালো কে মন্দ!
ব্যবসায়ীরা ব্যবসা ফেলে
নেমে পড়েন মাঠে,
মনোযোগের পুরোটা শ্রম—
দেন রাজনীতির পাঠে!
ভোটের হাওয়া ছড়িয়ে দেন
গিয়ে বাড়ি বাড়ি,
মন ভুলাতে মন গলাতে
বলেন কথা ভারি—
‘আমি ছেলে আপনাদেরই
ভোটটা দিবেন আমাকে,
মার্কাটাকে রাখুন চিনে
সিলটা দিবেন ‘জামা’কে।
জয়ী হলে দেখবেন আমি—
খুব করবো উন্নয়ন,
আমার কাজে সব মানুষের
জুড়াবে দু’নয়ন।’
২.
ভোটের আগে প্রার্থীরা খুব
ভোট চাওয়াতে ব্যস্ত,
আমরা পাবলিক পড়ি দ্বিধায়
কার হাতে হই ন্যস্ত!
স্বশিক্ষিত অশিক্ষিত
প্রার্থী হরেক রকম,
কারো টাকা অনেক বেশি
কারো বা একটু কম!
ক্ষমতাসীন ক্ষমতাহীন
লড়াইটা দুই দলের,
ভোটারের নয়, ভোটেরও নয়
জয়টা শেষমেশ বলের!
৩.
ভোটটা হলো এমন মাধ্যম—
‘প্রেম-প্রীতি’ প্রকাশে,
তফাৎ শুধু আগে পরে
কার কাছে কে আসে!
ভোটের হাওয়া বইলে দেশে
কদর বাড়ে চায়ের,
চেহারাটা পাল্টায় তখন
অজোঁপাড়াগাঁয়ের!
(১৪ ডিসেম্বর ২০১৫)
—এই ছাড়াটা তোর জন্য, আল মামুন, জয়তী প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৬