বিদ্যুৎ সংকট খুব,
গ্যাসের সংকট পানির সংকট
কোথায় দেবো ডুব!
শুদ্ধমনের মানুষ সংকট
আরও সংকট নেতার,
যোগ্য লোকের শাসন সংকট
খবর রাখে কে তার!
‘আসল’ গণতন্ত্রের সংকট
বাড়ছে রাজনীতিতে,
জ্বালাও-পোড়াও আন্দোলন কি
পারছে শান্তি দিতে?
নির্বাচনে প্রার্থী সংকট
ভালো এবং সৎ,
বাঁধা আসে প্রকাশে আজ
নিজের মুক্তমত।
প্রতিহিংসার রাজনীতিতে
সংকট সম্প্রীতির,
সংসারেতে টানাপোড়ন
অভাব প্রেম-প্রীতির!
খাদ্যসংকট বিশ্বজুড়ে
বাদ্য সংকট মনে,
মরছে মানুষ ক্ষুধার জ্বালায়
কার কথা কে শোনে!
বিশ্বজুড়ে সংকট এখন
শান্তি ও স্বস্তির,
শরণার্থী চলছে বেড়ে
জীবনটা অস্থির।
নাটক ফিল্মের জন্য এখন
সংকট খাঁটি প্লটের,
প্রতিদিনই বাড়ছে বাড়ি
সংকট পড়ছে প্লটের!
বেকারেরও চাকরি সংকট
আরও সংকট টাকার,
বাড়ছে মানুষ নিত্যদিনই
কী হবে যে ঢাকার!
ভালো মেয়ের জন্য সংকট
যেমন ভালো ছেলের,
ভালো ছেলের জন্যও সংকট
তেমন ভালো মেয়ের!
আমি যখন করতে চাই প্রেম
সংকট দেখি প্রেমিকার,
আমার পাশে কেউ থাকে না
ভাবি আমি— আমি কার!
সংকট নিয়েও মহা সংকট
এই দেশেতে এখন,
সংকট কেটে আসবে শান্তি
কবে হবে সে ক্ষণ!
সংকট নিয়ে লিখতে গিয়ে
পড়েছি সংকটে,
ফুরিয়েছে কাগজ-কলম
কি জানি কী ঘটে!
(২৩ এপ্রিল, ২০০৮)
—এই ছাড়াটা তোর জন্য, আল মামুন, জয়তী প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৬