মনের পশুরে তো আর কেউ কোরবানি দেয় না, কোরবানি দেয় গোরুরে। সবাই হুদাই মুখে বলে বেড়ায়।
জবাই দেয় গোরু, রান্দে আর খায়, জনমের খাওয়া খায়, গলায় গলায় খায়।
আত্মত্যাগের চেয়ে বরং মলত্যাগেই স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। জনমভর চলতেছে এমন। ধর্মের ধ-ও নাই কারো মধ্যে।
চিনি, প্রত্যেককেই চিনি।