আপনার এতো কৌতুহল কেনো?
গোরু দেখলেই দাম জানতে চান কেনো; গোরু দেখলেই দাম জানতে ইচ্ছে করে কেনো আপনার?
চুলকায়?
এটা কোন্ ধরনের স্বভাব?
গোরুর দাম জানার এতোই যখন ইচ্ছে, হাটে যান, সারা হাট ঘুরে ঘুরে গোরু দেখুন, দাম জিগ্যেস করুন, বিক্রেতারা বিরক্ত হবে না।
একটা লোক গোরু কিনে বাসায় ফেরার পথে যদি এক হাজার লোক দাম জিগ্যেস করে, তাহলে ওই লোকটার কী অবস্থা হয়?
বেশি কৌতূহলী হওয়া ভালো না। এটা বাজে স্বভাব।
চোখ-মাথা নিচু করে হাটুন, গোরুর দিকে তাকাবেন না। গোরু আপনার আপন কেউ না।
গোরুর দাম জানার আগে নিজের দাম জানুন।
আর আপনারা যারা হাট থেকে গোরু কিনে বাসায় ফিরছেন, তারা মুখ বন্ধ রাখবেন, কেউ দাম জিগ্যেস করলে বলবেন না। একদম বলবেন না।