শপিং মল বা মার্কেট খুলল নাকি খুলল না— এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই; মাথা ব্যাথা ছিলও না কত ১৩/১৪ বছরে।
এইসব বছরগুলোর ঈদ বা কোরবানিতে কোনো নতুন কাপড় কিনিনি (নিজের জন্য) বা পরিওনি, এমনকি কেউ কিনে দিলেও তা পরিনি।
শুধু ঈদ বা কোরবানিই নয়— কোনো বিশেষ দিনই আমার ওপর প্রভাব ফেলে না বা এ নিয়ে আমার কোনো মাথাব্যথা বা আফসোসও নেই।
অতএব শপিং মল খোলা বা না খোলায় আমার তেমন কিছু যায় আসে না। ঘরে আছি, ঘরেই থাকবো।
আর এই ছুটি বা লকডাউনও আমার জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি বা ফেলবেও না। কারণ আমি ‘গর্তজীবী’ মানুষ, গর্তে ঢুকে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
শুধু এবার নয়— জীবনে বহু ঈদই কাটিয়েছি ঢাকা শহরে, একা একা, একা এক ঘরে বন্দী থেকে।
অতএব নো চিন্তা ডু ফূর্তি মামুন, ভেবো না ওইসব নিয়ে!