দক্ষিণ ভারতের একটি ছোট শহরের দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ড. এ পি জে আবদুল কালাম দেশ সেরা বিজ্ঞানী ও জনপ্রিয় রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও তাঁকে কখনোই অহংকার ও জীবনের জটিলতা স্পর্শ করতে পারেনি। প্রত্যাহিক জীবন ও তাঁর বন্ধু-শিক্ষক-সহকর্মীদের প্রেরণায় বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছিলেন। তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের ভালোবাসা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন।
ড. কালাম আমাদের মধ্যে না থাকলেও তাঁর স্মৃতি ও কর্ম আমাদের জ্ঞান, বিজ্ঞান ও মানবিকতার পথে পরিচালনা করবে, এতে কোনো সন্দেহ নেই। তাঁর স্মৃতি ও কর্ম হচ্ছে অক্ষয় সম্পদ। ড. কালামকে স্মরণ ও অনুসরণ করে আগামী প্রজন্ম স্বপ্নের পথে ধাবিত হবে, তাঁর জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিকতায় নিজেদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে। আর একজন ড. কালাম কেবল ‘জনগণের রাষ্ট্রপতি’ হিসেবে নয়, একজন পরমাণুবিজ্ঞানী হিসেবেও অমর হয়ে থাকবেন। খুব সাধারণ একটি পরিবারে জন্ম নিয়ে যে জীবন সংগ্রামের মধ্য দিয়ে তিনি যে অবস্থানে উঠে এসেছিলেন, তাঁর মধ্যে কিছুটা হলেও শিক্ষণীয় বিষয় তো রয়েছেই। স্বপ্নবিভোর অনুকরণীয় ব্যাক্তিত্ব ড. কালামের জীবন থেকে পাঠক সমাজ অনুপ্রাণিত হলেই আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে।
তথ্যসূত্র
● Wings of Fire by A P J Abdul Kalam and Aurun Tiwari
● Turning Points by A P J Abdul Kalam
● অগ্নিপক্ষ (উইংগস্ অফ ফায়ার) এ পি জে আবদুল কালাম। অনুবাদ : ভবানীপ্রসাদ
● চট্টোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটিডে, কলাকাতা
● টার্নিং পয়েন্টস্ : এ পি জে আবদুল কালাম। অনুবাদ : মনোজিৎকুমার দাস, ঢাকা
● আগুনের ডানা (উইংগস্ অফ ফায়ার) এ পি জে আবদুল কালাম। অনুবাদ : আসিফ রশীদ, সময় প্রকাশন, ঢাকা
● ইগনাইটেড মাইন্ডস্ : এ পি জে আবদুল কালাম। অনুবাদ : সারফুদ্দিন আহমেদ, অন্যধারা প্রকাশন, ঢাকা
● ইনডিয়া ২০২০ : এ পি জে আবদুল কালাম এবং ওয়াই. এস. রাজন। অনুবাদ : মুহাম্মদ মাঈনউদ্দিন, অন্যধারা প্রকাশন, ঢাকা
● http://www.abdulkalam.nic.in
● https://en.wikipedia.org/wiki/A._P._J._Abdul_Kalam
● http://notednames.com/Scientists/Aerospace-Scientist/A.-P.-J.-Abdul-Kalam-Birthday-Real-Name-Age-Weight-Height/
● https://successstory.com/people/avul-pakir-jainulabdeen-abdul-kalam
● http://timesofindia.indiatimes.com/india/Profile-of-former-President-Dr-APJ-Abdul-Kalam/articleshow/48240693.cms
● http://www.banglanews24.com/lifestyle/news/bd/261489.details
● http://www.prothom-alo.com/opinion/article/593482/
● http://archive.prothom-alo.com/detail/news/271580
● http://www.jugantor.com/old/international/2015/07/28/299258
● http://www.banglanews24.com/international/news/bd/412635.details
● http://www.prothom-alo.com/international/article/587140
● http://www.thehindu.com/news/national/apjabdul-kalam-a-visionary-and-dreamer/article7471268.ece
● http://www.hindustantimes.com/india/missile-man-ex-president-apj-abdul-kalam-passes-away/story-YDpm6bkLoWKJCwNOdpmZJK.html
————————————