শরৎশরীরী
সফেদ শাড়ির নীল পাড়
আমি এপার তুমি ওপাড়।
প্রণাম তোমাকে, ভালো থেকো শরৎকালে
বুঝিনা আমায় জড়ালে যে কোন্ মায়াজালে!
শরৎ তুমি অশরীরী নয়—শরীরী হয়েই এসো,
গোলাপ নয় হে কাশফুল হয়ে পাশে বসো।
শরতেরও ব্রীড়া আছে
কী এক ব্রীড়ায় মুখ লুকায় শরৎ
অবশ্য ভাদ্রাশ্বিনের ক্লান্তি লগ্নে।
তখন আমি হেমন্ত ফেরি;
আমি তখন শরৎ খুঁজিনা।
—আল মামুন, পাক্ষিক অনন্যা, ফেব্রুয়ারি ২০০৮
কাশফুলমেয়ে
মেয়ে তুমি কাশফুল
কাশফুল তুমি মেয়ে
বারবার ফিরে আসো
দীপ্যমান হাসি নিয়ে
প্রতিটি শরৎ সন্ধ্যায়।
ছন্দোবদ্ধ রোদ্দুর
শাদা মেঘের সামিয়ানায়
ধানক্ষেত মাড়িয়ে দু’পায়
জীবনানন্দের বনলতা হেঁটে যায়
ঝিরিঝিরি সমীরণে
ছন্দোবদ্ধ রোদ্দুরেরা পাখা ঝাপটায়, সাঁতরায়।
—আল মামুন, দৈনিক বাংলাদেশ সময়, ১৪ নভেম্বর ২০০৮